প্রায় পাঁচ মাস পর ট্যাম্পাকো’তে নিহত আরো এক শ্রমিকের পরিচয় শনাক্ত

0
262

প্রায় ৫ মাস পর গাজীপুরে টঙ্গী বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিষ্ফোরণ ও অগ্নিকান্ডে ধ্বংস হওয়ার ঘটনায় নিহত আরও এক শ্রমিকের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের নাম মামুন (৩০)। সে চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাবিকা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। এনিয়ে ওই ঘটনায় নিহত ৩৯ জনের মধ্যে এপর্যন্ত ৩৬ জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় শনাক্তের জন্য বর্তমানে অপর ৩টি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ওই দূর্ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী মডেল থানার এসআই সুমন ভক্ত জানান, গাজীপুরে টঙ্গীর বিসিক নগরীতে বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কারখানার বিশাল ভবনের অধিকাংশই ধ্বসে পড়ে বিশাল ধ্বংস স্তুপে পরিনত হয়। কারখানায় দূর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ওই ধ্বংস স্তুপে প্রায় এক মাস উদ্ধার অভিযান চলে। ওই ঘটনায় ৩৯জন নিহত ও ৪০ জন আহত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্তের জন্য পুলিশের সিআইডি’র ফরেনসিক বিভাগ কয়েকটি ধাপে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে দূর্ঘটনার প্রায় ৫ মাস পর মামুন নামের এক শ্রমিকের মরদেহ শুক্রবার দুপুরে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে ওই ঘটনায় নিহত ৩৯ জনের মধ্যে এপর্যন্ত ৩৬টি মরদেহের পরিচয় শনাক্ত হলেও অপর তিন মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ তিন মরদেহের দাবী করছে ওই ঘটনায় নিখোঁজ চার জনের পরিবার। ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিষ্ফোরণ ও অগ্নিকান্ডে ধ্বংস হওয়ার ঘটনায় হতাহতদেরকে সরকারের পক্ষ থেকে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে এবং আহত প্রত্যেক শ্রমিককে ৫০ হাজার টাকা করে মোট এক কোটি ১৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক গত বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হয়েছে।

এদিকে, কারখানায় বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় কারখানার মালিক বিএনপি’র সাবেক সংসদ সদস্য মকবুল হেসেনকে প্রধান আসামী করে টঙ্গী মডেল থানায় এপর্যন্ত দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় মকবুল হোসেনের স্ত্রীকেও আসামী করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর কারখানা মালিকসহ ৮ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন নিহত শ্রমিক জুয়েলের পিতা আব্দুল কাদের। পরে ১৭ সেপ্টেম্বর রাতে টঙ্গী মডেল থানার এস আই অজয় কুমার বাদী হয়ে কারখানা মালিকসহ ১০ জনকে আসামী করে দ্বিতীয় মামলাটি দায়ের করেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here