অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলীয় শহর উয়িজির এক ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে না পেরে সমর্থকরা প্রবেশপথগুলোতে চড়াও হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।শুক্রবারের এ ঘটনায় আরো প্রায় শতাধিক দর্শক আহত হন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।চিকিৎসকরা জানিয়েছেন, ভিড়ের চাপে কয়েকজন শ্বাসরুদ্ধ হয়েও নিহত হয়েছেন।
স্টেডিয়ামটিতে প্রথম বিভাগ লিগের সান্তা রিতা দ্য ক্যাসিয়া ও রেক্রিয়েটিভো দো লিবোলো দলের মধ্যে খেলা হচ্ছিল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা আট হাজার হলেও আরো বেশি মানুষ সেখানে প্রবেশ করার চেষ্টা করছিল।স্থানীয় হাসপাতালের মহাপরিচালক আর্নেস্টো লুয়িস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ঘটনার শিকার ৭৬ জনের মধ্যে ১৭ জন মারা গেছেন।নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে খবর অ্যাঙ্গোলা ও পর্তুগিজ গণমাধ্যমের।অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দোস সান্তোস ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।