ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুরের পল্লবী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি দল।
র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, পল্লবীর বিসিক ভবনের সাততলা থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়। র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, আটকরা ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধন করে বিক্রি করছিল।এমন খবরে পল্লবীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের ৬১ সদস্যকে গ্রেপ্তার করা হয়, বলেন তিনি।