টেকনাফে পৃথক অভিযানে ২৪ কোটি টাকার ইয়াবার উদ্ধার

0
0

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ ও হ্নীলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৪ কোটি টাকার ৮ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার ভোর ও সকালে পৃথক এই অভিযান চালানো হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফস্থ ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের নাফনদী বদরমোকাম এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে ২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি দল সেখানে অবস্থান নেয়।তখন কয়েকজন লোক একটি নৌকায় এপারে আসেন। টহলদল নৌকাটি থামানোর সংকেত দিলে বিজিবির উপস্থিতি দেখে দ্রুত নাফনদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায় তারা। এ সময় তাদের ফেলে যাওয়া একটি বস্তা উদ্ধার করে বিজিবি। পরে বস্তাটি তল্লাশি করে ৭ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি টাকা। অপরদিকে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জইল্লারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ইয়াবাভর্তি ১০টি প্যাকেট উদ্ধার করে।পরে প্যাকেটগুলো খুলে এক লাখ পিস ইয়াবা জব্দ করে। এ সময় কাউকে পাওয়া যায়নি। উদ্ধার ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।বিজিবি কর্মকর্তা আরও জানান, উদ্ধার ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here