আফগানিস্তানে বন্ধ হচ্ছে রেডক্রসের কার্যক্রম

0
256

আফগানিস্তানে দাতব্য সংস্থা রেডক্রসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে হচ্ছে। দেশটিতে কর্মরত রেডক্রসের কর্মীদের ওপর হামলা এবং ছয়কর্মী নিহত হওয়ার ঘটনার একদিন পরই এ ঘোষণা দেয় সংস্থাটি। রেডক্রস জানায়, সেদিন কী ঘটেছিলো সেটা জানতে তাদের সাময়িকভাবে সেবা কার্যক্রম স্থগিত থাকবে।ব্রিটিশ রেডক্রসের নির্বাহী প্রধান মাইক অ্যাডামসন বলেন, মানবিক কর্মীদের হামলা ও প্রাণহানি অত্যন্ত ঘৃর্ণিত কাজ।

রেডক্রস বলছে, আমাদের ছয় সহকর্মী ও বন্ধু হত্যার বিষয়টি কেউ আমলে নিচ্ছে না। এ ঘটনানাকে জঘন্য হত্যাকা- উল্লেখ করে বিচারও দাবি করছে সংস্থাটি।রেডক্রস গত ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আফগানিস্তানে মানবিক সেবা দিয়ে আসছে।বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জওজান প্রদেশে সন্দেহভাজন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের গুলিতে রেডক্রসের অন্তত ৬ কর্মী নিহত হন।জওজানের কুশ টেপা এলাকায় তাদের গুলি করে মারা হয়। এ ঘটনার পর দু’জন নিখোঁজ রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here