সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া আট বিচারপতিকে স্থায়ী বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে।এই আটজন হলেন- বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম, বিচারপতি মো. সোহরাওয়ার্দী।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এই আটজনের স্থায়ী নিয়োগের আদেশ জারি করে বলে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ জানান।এই আট বিচারকসহ মোট দশজনকে হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ২০১৫ সালের ৯ ফেব্র“য়ারি। তাদের মধ্যে জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী গত ডিসেম্বরে মারা যান।এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফরিদ আহমেদ শিবলীও ওই সময় বিচারক হিসেবে নিয়োগ পান। তবে স্থায়ী হওয়ার তালিকায় তার নাম নেই।
বিচারপতি এসএম মুজিবুর রহমান ও বিচারপতি মো. আমীর হোসেন হাই কোর্টে আসার আগে ছিলেন জেলা জজ। তাদের মধ্যে মুজিবুর রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারক ছিলেন।আর বিচারপতি রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী উচ্চ আদালতের বিচারক নিয়োগ পাওয়ার আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া বিচারপতি খিজির আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির লিটন হাই কোর্টে নিয়োগ পাওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করেছেন।