ভোলার মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের বাধের হাট ব্র্যাক অফিস সংলগ্ন ডোবার ভিতর থেকে বুধবার সকাল ৮টায় স্থানীয় লোকজন ছুটে আসা মায়াবী হরিণটি আটক করে। পরে বনবিভাগের লোকজনকে খবর দিলে বনপ্রহরীরা ঘটনাস্থল এসে আটক হরিণটি উদ্ধার করে জংলারখাল সংলগ্ন জামসেদ চরে ছেড়ে দেয়। হরিণটি উদ্ধার করার সময় বনপ্রহরী মো.মিলন হরিণটি ধরতে গিয়ে আহত হয়। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে মায়াবী হরিণ। পাশ্ববর্তী কেওড়া বাগান থেকে লোকালয়ে হরিণ ধরা পরার খবর পাওয়া যায়। বনবিভাগের কর্তৃপক্ষের তদারকির অভাবে এসব লোকালয়ে ছুটে আসা হরিণ এক শ্রেণীর প্রভাবশালী চক্র নিধন করছে।
হরিণ লোকালয়ে ছুটে আসার ব্যাপারে রেঞ্জকর্মর্কতা বাবু সুকুমারশীল বলেন, বনে হরিণের জন্য কোন মিঠা পানির ব্যাবস্থা নেই। গরম আবহাওয়ার কারণে লোকালয়ে হরিণ ছুটে আসছে। আমাদের বন প্রহরীরা তদারকির কারনে হরিণ ধরা পরার খবর আসলে দ্রুত ঘটনাস্থল গিয়ে হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।