শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দিল্লিসহ উত্তর ভারত

0
0

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বড় অংশ। সোমবার রাত সাড়ে ১০টা দিকে রিখটার স্কেলে ৫ দশিমক ৮ মাত্রায় কেঁপে ওঠে দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানাসহ বেশ কিছু এলাকা। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তরাখণ্ডের পিথোরাগড় এলাকাই ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ট থেকে প্রায় ২০ কিলোমিটার নিচে কম্পনের কেন্দ্র তৈরি হয়েছিল বলে খবর দিয়েছে দেশটির ভূ-তত্ত্ব বিভাগ।

ভূমিকম্পের আতঙ্কে দিল্লিতে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষ। কম্পন অনুভূত হয় হরিয়ানার গুরুগ্রাম, ফরিদাবাদ, আম্বালা, ফরিদাবাদ, রোহতক, সোনপত এলাকায়। কেঁপে ওঠে পাঞ্জাবের মোহালি, পাতিয়ালা, রোপার, লুধিয়ানা ও জলন্ধর এলাকাও। প্রায় ৩০ সেকেন্ড ধরে কম্পন চলে।

ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না হলেও, পাহাড়ি এলাকা ভূমিকম্পের কেন্দ্র হওয়ায় ক্ষয়ক্ষতির খবর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভূমিকম্পের খবর আসার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছে গেছে ভূমিকম্প প্রবণ এলাকায়। ‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here