বগুড়ায় শিয়া মসজিদে জঙ্গি হামলা: ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

0
0

বগুড়ার শিবগঞ্জের শিয়া মসজিদ” মসজিদ-ই- আল মোস্তফা” হামলার ঘটনায় ৯ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ১৮ জানুয়ারী বগুড়া জ্যেষ্ঠ বিচারিক আদালত-২ এ অভিযোগপত্র দাখিল করা হয়। আগামী ৮ মার্চ মামলার ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৬ নভেম্বরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের চককানু গ্রামের শিয়া মসজিদ” মসজিদ-ই- আল মোস্তফা এ মাগরিবের নামাজের সময় জঙ্গি হামলায় মারা যায় ওই মসজিদের মোয়াজ্জিন মোঃ মোয়াজ্জেম হোসেন(৬৮)। জঙ্গিদের গুলিতে আহত হয় মসজিদের ইমাম শাহিনুর রহমান (৩৫), মুসল্লি আবু তাহের (৫৫) ও আফতাব আলী(৪৫)। ওই ঘটনায় চককানু গ্রামের মোঃ আব্দুলের পুত্র মোঃ সোনা মিয়া(৩২) বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে (শিবগঞ্জ থানা মামলা নং ৫১, তারিখ ২৬/১১/১৫ইং)। পরে শিবগঞ্জ থানার ওসি কামরুজ্জামান মিয়া ৫৭ জনের সাক্ষ্য গ্রহনের পর ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলো, জয়পুরহাটের ইয়াসিন আলী, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এমদাদুল হক, আব্দুল বাছেদ, আব্দুল হামিদ ওরফে হামিদুল, শাজাহানপুর উপজেলার আব্দুল মোমিন মন্ডল, রাজিবুল ইসলাম ওরফে বাদল, গাবতলী উপজেলার খাদেমুল ইসলাম, আজাদ প্রাং, গাইবান্ধা সদর উপজেলার আজাদুল কবিরাজ ওরফে বিপ্লব।

মামলার অভিযোগ পত্র দাখিলকারী শিবগঞ্জ থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, ৯ জনের বিরুদ্ধে হত্যা ও মারপিটের অভিযোগ দাখিল করা হয়েছে। আসামীরা ছিল শিয়া বিদ্বেষী। ৯ জনের মধ্যে জয়পুরহাটের ইয়াসিন আলী, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এমদাদুল হক, আব্দুল বাছেদ, আব্দুল হামিদ ওরফে হামিদুল, জেল হাজতে রয়েছে। বাকীরা পলাতক রয়েছে। মোট ১৩ জন আসামী ছিল। এর মধ্যে কাওছার, আনোয়ার হোসেন, ওসমান ও রানা বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। সেকারণে তাদেরকে মামলার অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে। মামলার আসামীরা জেএমবি’র সক্রিয় সদস্য। ওই আদালতের জিআরও মোজাহার আলী জানান, ১৮ জানুয়ারী অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। শুনানীর তারিখ ধায্য করা হয়েছে ৮ মার্চ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here