পুলিশের সোর্স পরিচয় দিয়ে জমজমাট মাদক ব্যবসা চলছে বনমালিদিয়ায়। প্রশাসনের নাকের ডগায় কথিত এক শ্রমিকলীগ নেতার শেল্টারে চলছে অবৈধ এ ব্যবসা।
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের পিছনে বনমালীদিয়া গ্রামের পরো শেখের পুত্র সবুজের মাদক আস্তানা। সরে জমিন ঘুরে দেখা যায়, প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে পাহারাদার, কে আসছে কে যাচ্ছে মনিটরিং করছে সবুজের লোকজন। মাদক সেবনকারীদের আনাগোনার কারনে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্কুল–কলেজে আসা যাওয়া। অনেকেই ইফটিজিংয়ের শিকার হচ্ছে কিন্তু লজ্জায় প্রকাশ করছে না। অনেক শিক্ষার্থী স্কুল–কলেজে না গিয়ে সবুজের আস্তানায় গিয়ে ইয়াবা সেবন করছে। উঠতি বয়সীরা আসক্ত হচ্ছে মাদকে। এলাকায় বেড়েছে অপরাধ প্রবনতা। অভিভাবকরা আছেন তাদের সন্তানদের নিয়ে উদ্বিন্ন।
মধুখালী থানার উপপরিদর্শক সুকান্তর সোর্স হিসেবে নিজেকে পরিচয় দেয় সবুজ। সবুজের আস্তানায় মাদক কিনতে এসে অনেকেই পুলিশের হাতে আটক হয়। অভিযোগ আছে সবুজই পুলিশকে তথ্য দিয়ে তার কাছে আসা মাদক ক্রেতাদের ধরিয়ে দেয়, তার পরে চলে মুক্তির দেন–দরবার। অনেক টাকা উৎকোচের বিনিময়ে মেলে মুক্তি। এব্যাপারে মধুখালী থানার উপপরিদর্শক সুকান্তকে তার সর্ম্পক্ততার ব্যাপারে জিঞ্জাসা করলে তিনি অস্বীকার করেন।
যুব সমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক মানববন্ধন সভা–সমাবেশ হলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। পুলিশের কোন কোন সদস্য মাদক স¤্রাট সবুজকে ব্যবসার সুযোগ দিয়ে নিজে লাভবান হচ্ছে বলে অভিযোগ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বনমালীদিয়ার অনেকেই পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ ইচ্ছা করলেই সবুজকে আটক করতে পারে। পুলিশের কিছু সদস্যই সবুজকে মাদক ব্যবসায় সহযোগীতা করছে।
সবুজের মাদক ব্যবসার ব্যাপারে মধুখালী পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড কমিশনার ও বনমালীদিয়া নিবাসী মোশারফ হোসেন মুসা বলেন, সবুজের বিরুদ্ধে উপজেলার মাসিক মিটিংয়ে আলোচনা করেছি। আমি ব্যক্তিগত ভাবে এলাকার লোকজন নিয়ে সামাজিক আন্দোলন শুরু করার চিন্তা করছি।
আমরা মধুখালী বাসীর আহবায়ক মির্জা শামসুর রহমান সাচ্চু বলেন সবুজ কঠিন ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি আরও বলেন মধুখালী থানার উপপরিদর্শক সুকান্তর কারনেই সবুজ আরও আগ্রাসী হয়ে উঠছে। সুকান্ত বাবু মধুখালীতে যোগদান করে অনেক হম্বিতম্বী দেখালেন কিন্তু তারপরেই মাদক ব্যবসায়ীদের সাথে মিশে গেলেন।