সাংবাদিক হত্যা মামলার আসামি মেয়র মিরু গ্রেফতার

0
165

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় পৌর মেয়র হালিমুল হক মিরুকে শ্যামলী থেকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রবিবার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন উপ কমিশনার মাসুদুর রহমান জানান, সিরাজগঞ্জের জেলা পুলিশের একটি টিম শ্যামলীর একটি বাসা থেকে মিরুকে আটক করে নিয়ে যায়।

এসময় ডিএমপির আদাবর থানা পুলিশ তাদের সাহায্য করে। গত বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকায় মেয়রের শটগান থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন তিনি মারা যান। স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন এবং শাহজাদপুর পুলিশ নিশ্চিত করে মিরুর লাইসেন্স করা শটগানের গুলিতেই নিহত হয়েছেন শিমুল।

এর আগে রবিবার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির জরুরি সভায় তাকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। হালিমুল হক মিরু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় শিমুল হত্যা মামলার ৪ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দীনকেও বহিষ্কার করার সুপারিশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here