সাংবাদিক নিহতের ঘটনায় মেয়রসহ দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ

0
213

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে সাংবাদিক নিহতের ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ দুইজনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।শাহজাদপুর পৌরসভার মেয়র মিরু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকেও বহিষ্কার করতে বলেছে উপজেলা কমিটি। রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্বান্ত হয় বলে উপজেলা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

তিনি বলেন, দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে মিরু ও নাসিরের বিরুদ্ধে। সভায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ওই সিদ্বান্ত হয়েছে। দ্রুত এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হবে।সাবেক সাংসদ চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাদ রহমানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন ওই সভায়।শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে বৃহস্পতিবার মারধর করার অভিযোগে আওয়ামী লীগের একটি পক্ষ শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে দলের স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র মিরু নিজেও গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। তবে তাদর দাবি, প্রতিপক্ষের গুলির জবাবে তিনি এক রাউন্ড ফাঁকা গুলি করেছিলেন। সাংবাদিক শিমুলের স্ত্রী ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যাতে মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।এছাড়া বিজয়কে মারধরের ঘটনায় তার চাচা এরশাদ আলী বাদী হয়ে আরেকটি মামলা করেছেন, সেখানে মিরু, তার ভাই পিন্টু ও মিন্টুসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।দুই মামলায় পুলিশ উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করলেও মেয়র মিরু পলাতক বলে ওসি রেজাউল হক জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here