খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

0
245

খুলনার বটিয়াঘাটায় নজরুল ইসলাম খাঁন (৪০) নামে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সন্ধ্যার পর বটিয়াঘাটার বড় কড়িয়ার আতালের চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম খাঁন উপজেলার বিরাট এলাকার বাসিন্দা এবং আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তিনি একজন ঘের ব্যবসায়ীও।
এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যার পর বটিয়াঘাটার বড় কড়িয়ার আতালের চরে দুর্বৃত্তরা নজরুল ইসলাম খাঁনকে বুকে গুলি করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি আমির এজাজ খাঁন নিহত নজরুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক জানান, নজরুল নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here