নবায়ন না করায় সাইবার ক্যাফে ও ইন্টারনেট সেবাদাতা ৬৮টি প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বুধবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়,এসব প্রতিষ্ঠান লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নবায়নের আবেদন করেনি।ফলে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স অবৈধ ও অকার্যকর হয়েছে বলে জানায় বিটিআরসি। বিটিআরসি থেকে ইস্যু করা ‘আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে লাইসেন্স এর শর্তানুযায়ী আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নবায়নের আবেদন করার বিধান রয়েছে। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের অধীনে সকল কার্যক্রম সম্পাদন অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।
এই প্রতিষ্ঠানগুলোকে সকল প্রকার আইএসপি সংক্রান্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কাছে কমিশনের পাওনা বকেয়া আগামী এক মাসের মধ্যে পরিশোধ করতে বলেছে বিটিআরসি।বকেয়া পরিশোধ না করলে আইন অনুযায়ী মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বিটিআরসি।লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠান: ম্যাট্রিক্স অনলাইন, গ্লোবাল সফট সাইবার ক্যাফে, ইউনিলিংক, এরিকসন টেকনোলিসি, এসএসএন টেকনোলসি, এএসকে নেট টেকনোলসি,নেটগেট অনলাইন, হাইটেক অনলাইন, এনএসএম সফটওয়্যার, অ্যাপপলো কম্পিউটার, সাইবার ওয়াল্ড লিংক, দি কম্পিউটার, টেকপার্ক, রিলায়েন্স নেটওয়ার্ক, স্টার কম্পিউটার এন্ড নেটওয়ার্ক, সিলিকন, হাইলিংক কম্পিউটার, থ্রিজি নেটওয়ার্ক টেকনোলজি, অপটিক টেকনোলজি, ইন্টারপিড ইন্টারন্যাশনাল।ইজিনেট সিস্টেম, এম টেল, ফিউচার কমিউনিকেশন, ওয়াইড ম্যাক্স কমিউনিকেশন, প্রতিভা কম্পিউটার, স্পিডনেট সাইবার ক্যাফে, ফারহার সাইবার ক্যাফে, স্মার্ট সাইবার ক্যাফে, বিসনেেেসান, লিংক নেট।
গ্লোবাস সাইবার ক্যাফে, আযিলা নেটওয়ার্ক, বাংলাস্পিড নেট, নেইন কমিউনিকেশন, ডিজাইন আইডিয়া, পল্ববী বিসনেস সার্ভিস, ঢাকা সিটি লিংক, নো ওয়্যার বিডি, এস এম কম্পিউটার ইন্সস্টিটিউট,মাইক্রো লিডস লিমিটেড, অনলাইন লিংক, গ্রিন কমিউনিকেশন এন্ড সাইবার ক্যাফে, চার্টাড কম্পিউটার, ডট কম, নেক্সস্ট নে কম্পিউটার, সাইবার ইন, গো ফাস্ট সাইবার ক্যাফে, নোভা সাইবার ক্যাফে, সিসিটি সাইবার ক্যাফে।নিউ ইয়াহু সাইবার ক্যাফে, দেশ সাইবার ক্যাফে, ইসা সাইবার ক্যাফে, আলিফ ইনফোটেক, জিনিয়াস সাইবার নেট, ডলফিন সাইবার ক্যাফে, কম্পু মি, ইউনিক কম্পিউটার এডুকেশন, সাইবারে জান সাইবার ক্যাফে, টেলিকম মিডিয়া সার্ভিস, সাইনোনাম সলুশন, লাইভস সাইবার ক্যাফে, এসডিওটি নেট সাইবার ক্যাফে, গাউসিয়া অনলাইন, রংপুর নেট, ইজন, বিবাড়িয়া নেট এবং লারিনযো।