নারীদের সম্মানীত করলে দেশ এগিয়ে যাবে : প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

0
0

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারীদের সম্মানীত করলে দেশ এগিয়ে যাবে। আর এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি কাজে নারীদের সম্মানীত করছে। দেশের নারীরা শিক্ষা-দীক্ষা ও উন্নয়নকাজে এখন আর পিছিয়ে নেই। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছেন। তিনি বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীর আওতায় নারীদের মাঝে ভিজিডি কর্মসূচী ২০১৭-১৮ চক্রের কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রমান করেছেন প্রকৃত মানুষের হাতে নেতৃত্ব গেলে গুণীজনরা সম্মানীত হয়। আর এ কারনেই তিনি দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধি ভাতা, দলিত সম্প্রদায়ের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ প্রায় সব ধরণের ভাতা চালু করেছেন।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠাণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, মাজেদুল ইসলাম সেলিম, তুমলিয়া ইউপি চেয়ারম্যন মো. আবুবকর মিয়া বাক্কু। কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার অনুষ্ঠাণ পরিচালনা করেন। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার বাহাদুরসাদী, বক্তারপুর, মোক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর ও নাগরী ইউনিয়নে নারীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here