ছাত্রলীগ নেতার হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস প্রায় চার মাস পর কয়েকদিনের জন্য সিলেট এসেছেন।খাদিজার বড়ভাই শরনান হক শাহীন জানান, বুধবার বেলা আড়াইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি জালালাবাদ থানার আউশায় গ্রামের বাড়ি যান।মানসিকভাবে চাঙ্গা হওয়ার জন্য সাভারের সিআরপি থেকে এক সপ্তাহের জন্য তাকে সিলেট আনা হয়েছে বলে জানান শাহীন।
তিনি সাংবাদিকদের বলেন, খাদিজার শারীরিক উন্নতি হলেও মানসিকভাবে এখনও স্বাভাবিক হয়নি। তাই চিকিৎসকদের পরামর্শে এক সপ্তাহের জন্য সিলেট আনা হয়েছে। পরে আবার সিআরপিতে ফিরে যাবে।খাদিজা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।আগামী ২৬ ফেব্র“য়ারি খাদিজাকে আদালতে হাজির হয়ে মামলায় সাক্ষ্য দেওয়ার আদেশ দিয়েছেন সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো।ওইদিন সাক্ষ্য দিতে খাদিজা সিলেট আসবেন কি-না প্রশ্ন করা হলে শাহীন বলেন, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর জখম হয় খাদিজার।ঘটনার দিন রাতেই রাজধানীতে এনে প্রথমদিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দফা অস্ত্রোপচার হয়। অবস্থার উন্নতি হলে গত ১৩ অক্টোবর লাইফ সাপোর্ট খোলা হয়।স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর খাদিজাকে সাভারের সিআরপিতে নেওয়া হয়, এখন সেখানে চিকিৎসাধীন আছেন।
খাদিজা হত্যা চেষ্টা মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। খাদিজার সাক্ষ্য গ্রহণ শেষেই এ মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।গত বছরের ২৯ নভেম্বর আদালতে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।