৭ খুন মামলার মৃত্যুদন্ডের বিরুদ্ধে নূর হোসেনের আপিল

0
274

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামী মৃত্যৃদন্ডপ্রাপ্ত নূর হোসেন খালাস চেয়ে সোমবার আপীল দায়ের করেছেন।হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নূর হোসেনের পক্ষে আইনজীবী লুৎফর রহমান আখন্দ এ আপীল দায়ের করেন।৭২ পৃষ্ঠায় দাখিল করা এই আপীলে আসামীর মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়।নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের দায়েরকৃত মামলায় গত ১৬ জানুয়ারি রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।রায়ে নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানাসহ ২৬ জনের মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়।এছাড়া ৯ জন আাসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

আপিল দায়েরের পর নূর হোসেনের আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ বলেন, আপিলটি সংশ্লিষ্ট শাখায় দায়ের করা হয়েছে। ৭২ পৃষ্ঠার আপিলের সঙ্গে বিচারিক আদালতের রায়সহ সাড়ে ৫০০ পৃষ্ঠার বেশি নথিপত্র রয়েছে। তিনি বলেন, আপিলে তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) শুনানির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক দ্রুত প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের বরখাস্তকৃত তিনঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। এরপর দুই মামলায় নিম্ন আদালতের রায় ও নথিপত্র ২২ জানুয়ারি হাইকোর্টে এসে পৌঁছায়। সেদিনই তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

আইনজীবীদের মতে, নিম্ন আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদন্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) মামলা হিসেবে পরিচিত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে দন্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করার সুযোগ পান। ডেথ রেফারেন্স ও আপিলের ওপর একসঙ্গে শুনানি হয়ে থাকে। ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরি করতে হয়। পেপারবুকে মামলার এজাহার, অভিযোগপত্র, জব্দ তালিকা, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও নিম্ন আদালতের রায় পর্যায়ক্রমে সাজানো থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here