অনাবাসিকরা বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব খুলতে পারবে: কেন্দ্রীয় ব্যাংক

0
266

বাংলাদেশের সকল অনাবাসিক নাগরিক এবং জন্মসূত্রে বাংলাদেশী, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত, তাদেরকে অনাবাসিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় (এনএফসিডি)’ হিসাব খোলার অনুমতি দেয়া হয়েছে।সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে একথা বলা হয়েছে।সংশ্লিষ্টরা অনুমোদিত ডিলারদের মাধ্যমে এই হিসাব খুলতে পারবেন।

সার্কুলারে বলা হয়, হিসাবধারী ব্যক্তিগণ যতদিন ইচ্ছা ততদিন তাদের হিসাব পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশে ফেরত আসার পর যোগ্য ব্যক্তিগণও যেকোন সময় এ রকম হিসাব খোলার অনুমতি পাবেন।বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারে বলা হয়, বাংলাদেশের অনাবাসিক নাগরিকগণ দেশের ফেরত আসার পর অনুমোদিত ডিলারদের মাধ্যমে এনএফসিডি হিসাব খুলে বিদেশে থাকাকালীন চাকরির চুক্তি অনুসারে প্রাপ্য অবসরভাতা, পেনশন, বোনাস ইত্যাদি তাদের হিসাবে গ্রহণ করতে পারবেন।হিসাবের ব্যালেন্স থেকে প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে বিদেশে চাকরিকালীন প্রাপ্য টাকা গ্রাহককে প্রযোজ্য কর বাদ দিয়ে প্রদান করা হবে সার্কুলারে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here