ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেললেন অর্থমন্ত্রী

0
0

জলবায়ু তহবিলের প্রকল্প নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে তার লিখিত প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা-সম্পর্কিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। কর্মশালার যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)।অর্থ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্স শিরোনামে এই কর্মশালার আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স ও ডিএফআইডির বাংলাদেশ প্রধান জেন এডমন্ডসনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।নিয়মিত বক্তব্য দেওয়ার পর চা-বিরতির আগে এক সাংবাদিক অর্থমন্ত্রীকে একটি চিরকুট পাঠান। তা দেখে অর্থমন্ত্রী জবাব দেওয়ার জন্য প্রস্তুতিও নেন। সাংবাদিকেরা এ সময় অর্থমন্ত্রীকে ডায়াসে দাঁড়িয়ে কথা বলার অনুরোধ জানালে তিনি বলেন, মঞ্চে অতিথিদের জন্য রাখা আসনে বসেই কথা বলবেন তিনি।
অর্থমন্ত্রী চিরকুট পাঠানো সাংবাদিকের উদ্দেশে পাল্টা প্রশ্ন করে বলেন, জলবায়ুর বিভিন্ন প্রকল্পে কী হচ্ছে আপনি কি জানেন? কে বলেছে প্রকল্প বাস্তবায়নের মান খারাপ? কোথায় মান খারাপ?সাংবাদিককে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী আবার প্রশ্ন করেন, কে প্রশ্ন করেছেন? ননসেন্স প্রশ্ন। আপনি কি জানেন কী করা হচ্ছে? প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ হচ্ছে সেরা পারফরমার। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে।এ সময় চিরকুটটিকে ছিঁড়ে টুকরো করে সামনের দিকে ছুড়ে ফেলে দেন অর্থমন্ত্রী। অর্থসচিব মাহবুব আহমেদসহ কয়েকজন মিলে অর্থমন্ত্রীকে তখন মঞ্চ থেকে নামিয়ে দর্শক-শ্রোতাদের কাতারে নিয়ে যান। ততক্ষণে নাশতা বিরতি শুরু হয়ে যায়।ছিঁড়ে যাওয়া চিরকুট কুড়িয়ে দেখা যায় প্রশ্নটি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা-সম্পর্কিত প্রকল্পগুলোতে টাকা খরচের মান খারাপ। আপনার মন্তব্য কী?

উত্তেজিত মুহিত উচ্চ স্বরে বলতে থাকেন, যিনি এ প্রশ্ন করেছেন তিনি কি জানেন- এসব প্রকল্পের মাধ্যমে কী কী করা হচ্ছে? কীভাবে জানলেন গুণগত মান খারাপ? অর্থ খরচের গুণগত মান খারাপ এটা আপনাকে কে বলল?অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশ প্রকল্প বাস্তবায়ন করছে, তারমধ্যে ‘সবচেয়ে মানসম্পন্ন’ বাস্তবায়নকারী দেশগুলোর একটি বাংলাদেশ।এর আগে কর্মশালার উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিচ্ছে না বলে প্রায়ই অভিযোগ করা হয়।তবে এ বিষয়ে নানা ধরনের জটিলতাও আছে। ক্ষতিকর প্রভাবগুলো চিহ্নিত করার বিষয়ে জটিলতা আছে। আমরাও বহুদিন থেকে বলে আসছি, ন্যায্য ক্ষতিপূরণের দাবি আমরাও করে আসছি। কিন্তু আমরাও ন্যায্যতা পাচ্ছি না।দিনব্যাপী কর্মশালায় এসব বিষয়ে কিছু ফাইন্ডিংস বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। যেসব দেশ সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে যুক্তরাষ্ট্র তাদের অন্যিতম। উন্নয়নশীল দেশগুলো ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে এলেও দেশটি তা দিচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here