ঢাকার ঐতিহ্যবাহী কে.এল. জুবিলী স্কুল ও কলেজের সার্ধ শত বছর উপলক্ষে শেষ হলো ৩ দিন ব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আজ ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার বিকাল ৩:০০ টায় কে.এল.জুবিলী স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে সমাপনি অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মোঃ সাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ডাঃ দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ – লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার ইব্রাহীম খলিল, সুত্রাপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কে.এল.জুবিলী স্কুল ও কলেজের অধ্যক্ষ বাবু এস.এন. রায় সমর।
সভায় প্রধান অতিথির ভাষণে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাই শেখ হাসিনা সরকারের অঙ্গীকার। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানের লক্ষ্যে সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ শাহে আলম মুরাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়ণের দিকে ধাবমান। উন্নয়ণের রোল মডেলে পরিণত আজ বাংলাদেশ। উন্নয়ণের প্রতিটি সূচকেই এগিয়ে আছে আমাদের এই মাতৃভূমি। তিনি ছাত্র-শিক্ষক, শ্রমিক-কর্মচারী সহ সর্বস্তরের মানুষকে আজ জননেত্রী শেখ হাসিনার পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।