সড়ক চাঁদাবাজী বন্ধে প্রশাসনকে কড়া নির্দেশ ওবায়দুল কাদেরের

0
185

বগুড়ায় ব্যটারীচালিত রিক্সা, রিক্সা ভ্যান, অটোরিক্সা থেকে চাঁদা আদায় বন্ধ সহ সড়কে চাঁদাবাজী ও জুয়া হাউজি বন্ধের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এব্যপারে তিনি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। শনিবার সকালে বগুড়া থেকে গাইবান্ধা যাওয়ার আগে সার্কিট হাউসে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের এই নিদের্শনা দেন। সড়ক ও সেতু মস্ত্রী শুক্রবার বগুড়ায় আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ শেষে সার্কিট হাউসে রাত্রীযাপন করেন। সকালে জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তা সহ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এসময় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্রপ্রতিমন্ত্রী মীর্জা আজম, সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ,বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন যে কোন কর্মকান্ডের সহ্য করা হবে না। দরিদ্র লোকদের রিক্সা অটোরিক্সা থেকে চাঁদা আদায় সহ বগুড়ার সড়কে চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে। এধরনের তৎপরতা বন্ধে তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন জুয়া হাউজি বন্ধে সবধরনের ব্যবস্থা নিতে হবে। এসব তৎপরতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এব্যপারে বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জানান, এসব বিষয়ে সরকারের কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, মন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যানবাহন থেকে চাঁদা আদায় ও হাউজি জুয়া কোন ভাবেই চলতে দেয়া হবে না। জেলা ও পুলিশ প্রশাসন এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here