স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানালেন সাংবাদিকেরা

0
165

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সাংবাদিকের ওপর পুলিশের হামলা ও মারধরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশেরর সঙ্গে ধাক্কা-ধাক্কি করে দুই সাংবাদিক আহত হয়েছেন। আমরা তার কাছ থেকে এমন বক্তব্য আশা করি না।স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ারও দাবি জানান মঞ্জুরুল আহসান বুলবুল।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে জাদুঘরের সামনে সাংবাদিকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের কোনো বিচার হয় না। শুধুমাত্র সমকাল পত্রিকার সাংবাদিক গৌতম দাস হত্যার বিচার বর্তমানে নিম্ন আদালতে আছে। উচ্চ আদলতে গিয়ে এর রায় কী হয়, সেটাই দেখার বিষয়। এছাড়া এমন আর কোনো ঘটনার বিচার হয়নি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুইজন সাংবাদিককে থানার ভেতরে টেনে নিয়ে গিয়ে অমানুষিকভাবে পিটিয়েছে পুলিশ। পুলিশের কাছ থেকে এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এমন বন্ধু চাই না, যে থানার ভেতরে টেনে নিয়ে মারধর করবে, আর পরে বলবে ধাক্কা-ধাক্কিতে সাংবাদিক আহত হয়েছে।মানববন্ধনে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা বলেন, পুলিশ সময়-অসময় সাংবাদিক পেটাবে, আবার তাদের পদোন্নতিও হবে। তাদের সাসপেন্ডেড নামে জামাই আদরে বসিয়ে রাখা হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, রামপালবিরোধীদের হরতালের মধ্যে পুলিশ অন্যভাবে কাভারেজ পাওয়ার জন্য এমনটা করেছে। আমরা সাংবাদিকদের ওপর পুলিশের হামলার কঠোর বিচার দাবি করছি।মুন্নী সাহা বলেন, আজ আমরা মৌন প্রতিবাদ করছি, আর আপনারা (পুলিশ) যদি চান তবে আমরা কলম, বোম (মাইক্রোফোন) আর ক্যামেরা রেখে দাঁড়াই। আপনারা নির্যাতন করেন, পুরষ্কার নিয়ে যান।সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন করেন। সেখান থেকেই এ দাবি জানানো হয়।গত বৃহস্পতিবার জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মৌলভীবাজারের শমসেরনগরে এক অনুষ্ঠানের পর এ বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, দেখুন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়Ñএইটা স্বাভাবিক।

মানববন্ধন শেষে বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা প্রশ্ন তোলেন, সাংবাদিক নির্যাতন করলে পুরস্কৃত হওয়া যায় কি না? অভিযুক্ত পুলিশকে সাময়িক প্রত্যাহারের নামে জামাই আদরে রাখারও সমালোচনা করেন তিনি।বিভিন্ন গণমাধ্যমের দুই শতাধিক সংবাদকর্মী আজ শাহবাগে জড়ো হয়েছিলেন। কেউ কেউ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। তাঁদের হাতে মুক্ত স্বদেশ, বন্দী সাংবাদিকতা, ‘সংবাদের স্বাধীনতা চাই’, ‘কলম আর ক্যামেরা মাথা নত করে না’Ñএমন বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

এটিএন নিউজের কয়েকজন কর্মী জানান, গত বৃহস্পতিবার শাহবাগ মোড়ে পুলিশ বাহিনীর সদস্যরা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মীদের ওপর হামলা চালিয়ে একজনকে আটক করে শাহবাগ থানা নিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই দুই সাংবাদকর্মী সংবাদের জন্য ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করলে পুলিশ অতর্কিত ওই হামলা চালায়। পুলিশ প্রথমে ক্যামেরাপারসন আবদুল আলিমের ওপরে হামলা চালায়। এ সময় প্রতিবেদক কাজী এহসান তাঁকে উদ্ধার করতে গেলে পুলিশ বাহিনীর সদস্যরা দুজনকেই মাটিতে ফেলে লাথি মারেন এবং লাঠি দিয়ে পেটান। ভিডিও ফুটেজ ও আলোকচিত্র দেখে সাংবাদিকেরা হামলার সঙ্গে জড়িত ১৫ জন পুলিশ সদস্যকে চিহ্নিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here