নির্বাচনকমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে যেসব রাজনৈতিক দল বৈঠক করেছে, তাদের কাছে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি। আগামী মঙ্গলবার বেলা ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বরাবর এ নামগুলো জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।শনিবার অনুসন্ধান কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে মোট ৩১টি রাজনৈতিক দলের কাছে পাঁচটি করে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি।বৈঠক শেষে শফিউল আলম বলেন,আজকে অনুসন্ধান কমিটির কর্মপদ্ধতি কী হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের জন্য মতবিনিময় করতে ১২ বিশিষ্ট নাগরিককেও ডাকা হয়েছে।
এই ১২ জন বিশিষ্ট নাগরিক হলেন বিচারপতি মো. আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।আগামী সোমবার বিকেল চারটায় তাঁরা অনুসন্ধান কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির ছয় সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির বৈঠক শুরু হয়। এই জাজেস লাউঞ্জেই শনিবার বেলা ১১টা থেকে পৌনে দুই ঘণ্টার প্রথম বৈঠকে সার্চ কমিটির ছয় সদস্যের সবাই উপস্থিত ছিলেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজরুুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।২৫ জানুয়ারি নতুন ইসি গঠন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। গঠিত হওয়ার দিন থেকে ১০ কার্যদিবস, অর্থাৎ আগামী ৮ ফেব্র“য়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে ইসির জন্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে হবে। শনিবার সার্চ কমিটির প্রথম সভার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্েযর ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।নিয়ম অনুযায়ী, ছয় জনের এই কমিটির তিনজন উপস্থিত থাকলেই বৈঠক করা যায়। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটির কাজে সাচিবিক সহায়তা দিচ্ছে।সার্চ কমিটির বৈঠকের পর সুপ্রিম কোর্টের মূল ভবনে নিচে সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।তিনি বলেন, আজকে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কমিটির কর্মপদ্ধতি কী হবে তা নির্ধারণ করা। কমিটির প্রথম বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে।শফিউল আলম জানান, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোর কাছে নাম চেয়ে চিঠি দেওয়া হবে। পাঁচটি করে নাম ৩১ জানুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে জমা দিতে হবে।আর সোমবার বিকালে সার্চ কমিটির বৈঠকের জন্য ১২ জন বিশিষ্ট নাগরিকের একটি তালিকাও করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।নির্ধারিত ১০ কার্যদিবস, অর্থাৎ ৮ ফেব্র“য়ারির মধ্যে সার্চ কমিটির সব কার্যক্রম শেষে আগামী ১৪ ফেব্র“য়ারির মধ্যেই নতুন কমিশন পাওয়া যাবে বলে আশা করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এদিকে, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের দুদিন পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এই কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনার করার কোনো অবকাশ নেই- একথা বলার পর তার কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, তাহলে কি সার্চ কমিটি আপনারা প্রত্যাখ্যান করছেন?উত্তরে বিএনপি মহাসচিব বলেন, এখানে প্রত্যাখ্যান করা বা না করার কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন যখন গঠিত হবে, তখন এই প্রশ্ন আসতে পারে। আমরা সার্চ কমিটির বিষয়ে আমাদের মতামত বা প্রতিক্রিয়া জানিয়েছি।বিএনপিসহ সক্রিয় অধিকাংশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বুধবার নতুন ইসি নিয়োগের জন্য সম্ভাব্য ব্যক্তিদের বাছাই করতে ছয় সদস্েযর সার্চ কমিটি গঠন করে।অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠনের সুপারিশ করে আসা বিএনপির নেতারা শুরু থেকেই এই সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলে আসছেন। শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন মহাসচিব ফখরুল।রাষ্ট্রপতি গঠিত এই সার্চ কমিটি নিয়ে সরকারেরই সমালোচনা করছে বিএনপি, যদিও এর গঠন প্রক্রিয়ার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।ফখরুল বলেন, এমন সব ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনার করার কোনোই অবকাশ নেই।আমরা প্রার্থীহীন, ভোটারহীন নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতায় আসীন সরকারের এই স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভবপর হবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি, এমন একটি সার্চ কমিটির মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিগণ আগামী নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য হবেন, এমনটা আশা করারও বাতুলতা মাত্র।আমরা এই ঘটনার মাধ্যমে আগামী নির্বাচনকে প্রভাবিত করার সরকারি ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ারি হতে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করার জন্য ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি, বলেন তিনি।সার্চ কমিটি পুনর্গঠনের কোনো আবেদন রাষ্ট্রপতির কাছে করবেন কি না- প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, না, আমরা কোনো আবেদন করব না।অন্যদিকে, সার্চ কমিটি বিতর্কিত করলে বিএনপিরই ক্ষতি হবে বলে যে হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ দিয়েছেন, তার প্রতিক্রিয়াও জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, তোফায়েল আহমেদ সাহেব আমাদেরকে বলছেন যে অপেক্ষা করবার জন্য। আসলে এরকম কথা-বার্তা বলে তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে চান। সেটা আমরা হচ্ছি না, নিশ্চিত থাকতে পারেন। আমরা মনে করি, এই সার্চ কমিটি কোনো দিনই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারবে না।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এটাকে বিতর্কিত করলে ক্ষতিটা কিন্তু বিএনপিরই হবে। কারণ পরবর্তীকালে দেখা যাবে যেটাকে বিতর্কিত করেছেন তার কার্যকলাপের অধীনেই তারা নির্বাচনে গেছে।দুই প্রধান দলের সমঝোতায় কূটনৈতিক উদ্েযাগের প্রসঙ্গ বিএনপি মহাসচিব বলেন, আমরা জাতিসংঘের যে কোনো উদ্েযাগকে সমর্থন করছি, আগেও করেছিলাম। দুর্ভাগ্য হচ্ছে, জাতিসংঘ যে উদ্যোগ নেয়, এই সরকার তার আশ-পাশ দিয়েও যায় না। তাদেরকে সেই উদ্েযাগ গ্রহণ করতেও বাধা প্রদান করেন।