ঝিনাইদহ র‌্যাব-৬ কতৃক চুয়াডাঙ্গায় জঙ্গীবাদী বই ও বোমা তৈরীর সরঞ্জামসহ ২ হুজি সদস্যকে আটক করেছে !

0
206
OLYMPUS DIGITAL CAMERA

চুয়াডাঙ্গায় জঙ্গীবাদী বই ও বোমা তৈরীর সরঞ্জামসহ ২ হুজি সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৮ জানুয়ারি) সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামের ওই্ দুইজনকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সুত্রে খবর পান কার্পাসডাঙ্গা এলাকায় হুজির ৬/৭ জন সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ঝিনাইদহের ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়।

অভিযান কালে তারা আব্দুল¬াহ আল মামুন ও রকিবুল ইসলাম রকিব নামের ওই্ দুইজনকে আটক করে। সেসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জঙ্গীবাদী বই, বোমা তৈরীর সরঞ্জাম ও ধারালো অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জঙ্গিবাদে যোগদান ও নানা কর্মকান্ডের তথ্য দিয়েছে।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here