কালীগঞ্জে শিশু সন্তানকে হত্যাঃ নিহতের মায়ের মামলায় ঘাতক পিতা গ্রেফতার ॥

0
0

গাজীপুরের কালীগঞ্জে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে এক পাষন্ড পিতা তার দেড় বছরের শিশু কন্যাকে হত্যা করেছে। এঘটনায় নিহতের মায়ের দায়ের করা মামলায় ওই পাষন্ডকে বাবাকে শনিবার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম সাদ্দাম হোসেন (২৭)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পানজোড়া গ্রামের মোহাম্মদ আলেকের ছেলে।

মামলার বাদী ও নিহতের মা রাজিয়া খাতুন এবং স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে সাদ্দাম হোসেন পারিবারিক ভাবে রাজিয়া খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। সাদ্দাম প্রায়শঃ তার স্ত্রীকে শারিরীক নির্যাতন করতো। দাম্পত্য বিরোধের একপর্যায়ে গত ১৭ জানুয়ারি বিকেলে বেড়ানোর কথা বলে সাদ্দাম তার দেড় বছরের শিশু কন্যা মরিয়মকে বাড়ি থেকে নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন এলাকাবাসি সাদ্দামের শ^শুর বাড়ীর পাশের জঙ্গলে গুরুতর অবস্থায় মরিয়মকে পড়ে থাকতে দেখে। স্বজনরা সেখান থেকে মরিয়মকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের মা রাজিয়া খাতুন বাদী হয়ে তার স্বামী সাদ্দাম হোসেনকে আসামী করে শনিবার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তেরমুখ এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে।

এব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক ছিল। জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃত সাদ্দাম পুলিশকে জানায় জোর পূর্বক বিষ খাইয়ে সে তার শিশু কন্যা মরিয়মকে হত্যা করেছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here