ফলোআপঃ শ্রীপুরের ঘটনায় তিন এসআইসহ চার পুলিশ প্রত্যাহার

0
244

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের কয়েক সদস্যকে অবরুদ্ধ করে লাঞ্চিত, পুলিশের বহনকারী মাইক্রোবাসে ভাংচুর ও অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনায় এসআই ও এএসআইসহ পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে মাওনা এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই খাইরুল ইসলাম, এসআই মিঠু শেখ, এসআই মো. কিবরিয়া এবং এএসআই মো. মাহবুব। গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, কোনো মামলা বা অভিযোগ ছাড়া শ্রীপুরের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুত এলাকার আল আমিন ফুড কারখানায় অভিযানের অভিযোগে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) গোলাম সবুরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে গত তিনদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনা জানার পর ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গতঃ আল আমিন মুড়ি মিলের মালিক আবুল কালামসহ স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় এসআই খাইরুলের নেতৃত্বে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লীবিদ্যুত এলাকার আল আমিন ফুড কারখানায় অভিযান চালায়। ওই কারখানার মুড়িতে সার ও কেমিক্যাল মেশানো হয়- এমন অভিযোগে মালিকের কাছে টাকা দাবি করে পুলিশের ওই সদস্যরা। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পুলিশ কারখানার লোকজনকে আটক করে নিয়ে যেতে চায়। এসময় স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এসে একযোগে প্রতিবাদ জানায়। এতে পুলিশের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আশপাশের ব্যবসায়ী ও জনতা উত্তেজিত হয়ে সোর্সসহ ডিবি পুলিশের কয়েক সদস্যকে অবরুদ্ধ করে মারধর করে। এসময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস ভাংচুর ও অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চালু হয়। এদিকে বুধবার রাতের ওই ঘটনার পর থেকে মাওনা এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here