দুই সাংবাদিককে মারধর : শাহবাগ থানার এএসআই সাময়িক বহিষ্কার

0
240

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের শেষ মুহূর্তে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানার সামনে আটক ব্যক্তিদের ফুটেজ নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই গণমাধ্যম কর্মী। এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আহত দুই গণমাধ্যমকর্মী হলেন— বেসরকারী স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলীম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, রমনা) মারুফ হোসেন সরদার জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে এএসআই এরশাদকে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে। জড়িত বাকি পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে ৭ দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার অর্ধদিবস (দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। হরতালের শেষ মুহূর্তে পুলিশ কয়েকজনকে আটক করে। আটকদের ছবি নিতে গেলে দুই সাংবাদিককে মারধর করে ১৫-২০ পুলিশ সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here