কে.এল. জুবিলী স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সার্ধ শত বার্ষিকী পালিত

0
555

পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে.এল. জুবিলী স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সার্ধ শত বছরে পদার্পণ করেছে। ১৮৬৬ সালে জমিদার কিশোরী লাল রায় এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির সফলতার এই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করার লক্ষ্যে তিন দিন ব্যপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০১৭ বৃহষ্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় কে.এল. জুবিলী স্কুল ও কলেজ মাঠে তিন দিন ব্যপী অনুষ্ঠান মালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কে.এল. জুবিলী স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মোঃ সাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য জননেতা আমির হোসেন আমু এমপি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কে.এল. জুবিলী স্কুল ও কলেজের মাননীয় অধ্যক্ষ বাবু এস.এন রায় সমর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রতিষ্ঠাতা জমিদার কিশোরী লাল রায়ের দৌহিত্রী কালি সঙ্কর রায়, কবি অসীম সাহা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য নাসিমা আহাম্মেদ, সূত্রাপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ছোটন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালী পুরোনো ঢাকার অলিগলি প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here