অস্ট্রেলিয়ান ওপেন: নারী এককের ফাইনালে সেরেনা

0
299

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মিরিয়ান বারোনিকে সরাসরি গেমে হারিয়ে নারী এককের ফাইনালে উঠেছেন যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস।একই ইভেন্টের প্রথম সেমিতে ১৪ বছর পর অস্ট্রলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন ভেনাস উইলিয়ামস। ফলে দীর্ঘ বিরতির পর আবারো অল উইলিয়ামস শো দেখার অপেক্ষায় টেনিস ভক্তরা।

নারী এককের দ্বিতীয় সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে কোন পাত্তাই পাননি মিরিয়ার বারোনি। প্রথম সেট ৬-২ ব্যবধানের জেতার পর দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন মার্কিন তারকা সেরেনা। ৬-১ ব্যবধানে দ্বিতীয় সেট জয়ের ফলে ফাইনাল উঠে যান তিনি।একই কোর্টে দিনের প্রথম সেমিফাইনালে কোকো ভ্যান্ডেওয়ের কাছে প্রথম সেট হারলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান আরেক মার্কিনী ভেনাস উইলিয়ামস। ৬-২ ব্যবধানের পর তৃতীয় সেট ৬-৩ ব্যবধান জয়ে ১৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেন উইলিয়াম পরিবারের এ সদস্য।ফাইনালে তাই বড় বোন সেরেনার সঙ্গে লড়বেন ভেনাস। যদিও এরআগে কখনও অস্ট্রেলিয়ার ওপেনে সেরেনার বিপক্ষে জেতা হয়নি ছোট বোন ভেনাসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here