ঢাকায় ফিরলেন ‘নিখোঁজ’ অপু বিশ্বাস

0
222

দীর্ঘ আট মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় ফিরেছেন নায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু গতকাল মঙ্গলবার ফিরেছেন বলে নিশ্চিত করেছেন তার কয়েকজন পরিচালক।নাম প্রকাশ না করে তাদের একজন দৈনিকবার্তা কে  বলেন, অপু বিশ্বাস ঢাকায় ফিরেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে তার আড়ালে থাকার বিষয়টি বিস্তারিত জানাবেন।

ধারনা করা হচ্ছে, ওই সংবাদ সম্মেলনেই তার সম্পর্কে ওঠা নানা আলোচনার জবাব দেবেন অপু। গত বছর হঠাৎ করেই একেবারে লোকচক্ষুর আড়ালে চলে যান অপু বিশ্বাস। শরীর মুটিয়ে যাওয়ার কারণ দিয়ে চুক্তিবদ্ধ হওয়া অনেকগুলো ছবির কাজ মাঝপথে ছেড়ে দেন। এতে তার পেশাগত অাচরণ নিয়ে প্রশ্ন তোলেন পরিচালকরা। কেউ কেউ তার বিরুদ্ধে আর্থিক ক্ষতির অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেন। এই দীর্ঘ সময়টায় মিডিয়ার সঙ্গেও কোনো রকম যোগাযোগ করেননি অপু। এমনকি নিজের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ করে রেখেছিলেন তিনি। তবে মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এ ঢালি তারকা। যদিও সেইসব স্ট্যাটাসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here