ট্রাম্পকে সিরীয় শিশু বানা আলাবেদের খোলা চিঠি

0
261

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছে সিরীয় শিশু বানা আলাবেদ। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত নগরী আলেপ্পো থেকে টুইট করে বিশ্বব্যাপী আগেই পরিচিতি পেয়েছিল সাত বছর বয়সী এই শিশুটি। ট্রাম্পকে চিঠি লিখে নতুন করে সংবাদমাধ্যমের শিরোনাম হলো সে। চিঠিতে শিশুটি লিখেছে, ‘আপনাকে অবশ্যই সিরীয় শিশুদের জন্য কিছু করতে হবে। কারণ তারা আপনার সন্তানের মতো এবং তাদেরও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রয়েছে।’ ডিসেম্বর মাসে আলেপ্পো থেকে যখন সবাই পালাচ্ছিল তখন বানা আলাবেদও তার পরিবারের সঙ্গে তুরস্কে আসে। এখন সে তুরস্কেই রয়েছে।

অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে বার্তা দিয়ে বানা আলাবেদের টুইটার অ্যাকাউন্টটি জনপ্রিয় হয়ে ওঠে। মা ফাতেমার সাহায্যে সে অ্যাকাউন্টটি পরিচালনা করে। তার মা জানায়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেকের আগেই বানা চিঠিটি লিখে।

ট্রাম্পকে বানা আলাবেদের চিঠি :

প্রিয় ডোনাল্ড ট্রাম্প,

আমার নাম বানা আলাবেদ এবং আমি আলেপ্পো থেকে আসা সাত বছর বয়সী একজন সিরীয় শিশু। গত বছরের ডিসেম্বর মাসে অবরুদ্ধ পূর্ব আলেপ্পো ছেড়ে আসার আগ পর্যন্ত সিরিয়াতেই আমার শৈশব কেটেছে। সিরীয় যুদ্ধে সেখানকার যেসব শিশু দুর্দশাগ্রস্ত আমি তাদেরই একজন। কিন্তু আমি এখন আমার তুরস্কের নতুন বাড়িতে শান্তিতে আছি। আলেপ্পোতে আমি স্কুলে যেতাম। কিন্তু বোমা হামলায় স্কুলটি ধ্বংস এবং আমার কয়েকজন বন্ধু মারা যায়। তাদের জন্য আমি অত্যন্ত ব্যথিত এবং তারা যদি আমার সঙ্গে থাকতো তবে এখন আমরা একসঙ্গে খেলতে পারতাম। আলেপ্পোতে আমি খেলাধূলা করতে পারতাম না। ওটা ছিল একটি মৃত্যু-নগরী।

এখন তুরস্কে আমি বাইরে বেরুতে ও মজা করতে পারি। আমি এখন স্কুলেও যেতে পারি। যদিও এখনও আমি এখানকার স্কুলে যাইনি। এজন্যই আপনিসহ সকলেরই শান্তি প্রয়োজন। যদিও, এ মুহূর্তে লাখ লাখ সিরীয় শিশু আমার মতো ভাল নেই। তারা দেশটির বিভিন্ন স্থানে দুর্দশায় রয়েছে। বড়দের কারণে তারা কষ্টে আছে। উল্লেখ্য, সিরিয়ায় ছয় বছর ধরে চলা যুদ্ধে অন্তত ১৫ হাজার শিশু নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here