লতিফ সিদ্দিকীর আসনে ভোট ৩১ জানুয়ারি

0
0

আইনি জটিলতা কেটে যাওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটগ্রহণ হবে।মঙ্গলবার তিনি বলেন, আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় উপ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এজন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।এ আসনে উপ নির্বাচনের জন্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়। কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে নির্বাচন অনুষ্ঠানের বাধা কাটে।ফরহাদ আহাম্মদ খান জানান, এ উপ নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। ভোটের সবধরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

২০১৫ সালে পবিত্র হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য পদ থেকে লতিফ সিদ্দিকী পদত্যাগ করেন। এতে শূন্য হয়ে যায় ওই আসন। এই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তবে ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ২০১৫ সালের ১৩ অক্টোবর তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে তা ওই বছরের ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। ২০১৬ সালের ৪ ফেব্র“য়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর রিট আবেদনের ওপর রায় দেন। এতে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়। এর ফলে স্থগিতাদেশ উঠে যায়। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেছিলেন, রায়ের পর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা থাকছে না। আর ওই উপনির্বাচনে প্রার্থী হতে পারছেন না কাদের সিদ্দিকী। এরপর আসনটিতে ২০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠানের কথা জানায় নির্বাচন কমিশন।হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি আবেদন করেন কাদের সিদ্দিকী। চলতি বছরের ১৮ জানুয়ারি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে প্রার্থী হওয়ার সুযোগ হারান তিনি। এরপর আজকে উপনির্বাচনের তারিখ জানাল নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here