চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “উন্নত আগামীর জন্য বিজ্ঞানও প্রযুক্তি ’’প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দুইদিন ব্যপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ওয়াসিফ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, অধ্যক্ষ ওবাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রাণী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক নাসিম আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল প্রদর্শিত হয়।আগারগাঁ ঢাকার আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
মোঃ- নাসিম আলী, নাচোল ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি