গাজীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

0
221

গাজীপুরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার তার লাশ বাড়ির বাথরুম (গোসলখানা) থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হামিদা খাতুন (৬০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী।

জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস ও এলাকাবাসী জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকার হামিদা খাতুনের মেয়ে পারুল স্থানীয় মালেকেরবাড়ি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। দাম্পত্য কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে পারুলকে তার স্বামী ডিভোর্স দেয়। এরপর হতেই পারুল তার মায়ের সঙ্গে বাড়িতে থেকে কারখানায় কাজ করে। প্রতিদিনের মতো মেয়ের জন্য রান্না করতে হামিদা খাতুন মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে ঘরের পাশের বাথরুমে যায়। এ সময় দুর্বৃত্তরা হামিদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এঘটনার পর পারুল বাথরুমে গিয়ে মায়ের লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কাউকে আটক করতে পারে নি।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here