সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পদ্ধতিতে সার্টিফিকেট দেবে : নৌমন্ত্রী

0
211

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার ডিজিটাল পদ্ধতিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটকে কেউ আর ভুয়া বলতে পারবে না। তিনি আজ জেলার নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে সহযোগিতা করছেন। যারা ট্রেনিং গ্রহণ করেছেন, যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে অনেকেই মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তাদের তালিকা প্রায় ১ লাখের কাছাকাছি হয়েছে। এগুলো যাচাই-বাছাই করায় প্রশ্ন দাঁড়িয়েছে। যারা মুক্তিযোদ্ধা নন, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া যাবে না। সেই লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া হচ্ছে।’
জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের সংগঠক আশিকুর হোসেন অপু কাজী এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here