রামপাল চুক্তি বাতিলের দাবিতে গণসংহতির গণসংযোগ অনুষ্ঠিত

0
0

আজ ২১ জানুয়ারি ২০১৭, শনিবার দুপুর ০৩ টায় মোহাম্মদপুর বাসস্টান্ড থেকে গণসংহতি আন্দোলনের উদ্যোগে রামপাল চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আহুত ২৬ জানুয়ারির হরতাল সফলে মোহাম্মদপুর বাসস্টান্ড থেকে শিয়া মসজিদ-জাপান গার্ডেন সিটি-কৃষি মার্কেট হয়ে শ্যামলী পর্যন্ত গণসংহতির গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবুসহ ঢাকা কমিটির নেতৃবৃন্দ।

গণসংযোগকালে জননেতা জোনায়েদ সাকি সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, ২৬ জানুয়ারির হরতাল কোন দল বা ব্যক্তির স্বার্থে নয়, এই হরতাল জাতীয় স্বার্থে-মানুষের স্বার্থে। সুন্দরবনধ্বংসী রামপাল চুক্তি ঠেকাতে হরতালের দিন প্রত্যেকেই অফিসে কর্মবিরতি পালন করুন, দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখুন।

জননেতা জোনায়েদ সাকি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বহু বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নেই। ভারতের বাতিল প্রকল্প বাংলাদেশে চালু করা মানে সেটা জাতীয় সার্বভৌমত্বের অমর্যাদা। সুতরাং সুন্দরবন রক্ষার আন্দোলন কেবল প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনই নয় এটি একই সাথে দেশের আত্মমর্যাদা রক্ষার প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here