সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের দাফন সম্পন্ন

0
297

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে।এর আগে বেলা ১১টায় তার নামাজে জানাজা বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত হয়। প্রয়াত এ বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়।জানাজায় সাবেক তিন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন, বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবীরাসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

জোহরের নামাজের পর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে বিচারপতি এম এম রুহুল আমিনকে দাফন করা হয়।গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ প্রধান বিচারপতি।২০০৮ সালের ১ জুন ১৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয় বিচারপতি এম এম রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি। ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন বিচারপতি এম এম রুহুল আমিন।তার দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও আশরাফুল আলম সুজনও সুপ্রিমকোর্টের আইনজীবী।

সাবেক এ প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৯৪ সালের ১০ ফেব্র“য়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান তিনি। এরপর তিনি ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here