ভারতের উত্তর প্রদেশের ইটা জেলায় শিক্ষার্থী বোঝাই স্কুলবাসের সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১৮ শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের মধ্যে অন্তত ৩৬ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সেখানকার এক পুলিশ কর্মকর্তা।
৬০ জনেরও বেশি শিক্ষার্থী নিয়ে যাওয়ার সময় আলীগঞ্জ শহরে স্কুলবাসটি ভারী কুয়াশার মাঝে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বাসে থাকা ছাত্র-ছাত্রীদের সবার বয়সই ৭ থেকে ১০ বছরের মধ্যে বলে জানায় এনডিটিভি। ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে। বাসের ভেতর আটকে পড়া বাচ্চাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা সবাই আলীগঞ্জের জেএস পাবলিক স্কুলের ছাত্রছাত্রী। উত্তর প্রদেশের ডিজিপি জাভিদ আহমেদ জানান, শীত উপলক্ষে ইটা জেলায় ৩ দিন সরকারি ছুটি ঘোষণা করা হলেও ওই স্কুল কর্তৃপক্ষ তাদের ক্লাস চালু রাখে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইটারে এ ঘটনায় গভীর শোক এবং নিহতদের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।