দেশসেরা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
0

‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬’ এ বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ৩ টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যাবতীয় কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মনতোষ কুমার দে, পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাঈশীসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেন।বিকাল ৫ টায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানসমূহের সমাপ্তি ঘোষিত হয়। উল্লেখ্য, হাজার হাজার নবীন-প্রবীন ছাত্র-শিক্ষক-অভিভাবক মিলিয়ে একরকম মিলনমেলায় পরিণত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

এস. এম. মনিরুজ্জামান মিলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here