লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে জমজমাট কোচিং ব্যবসা

0
0

প্রাতিষ্ঠানিক কোন আইনের কঠোরতা না থাকায় লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শ্রেণী কক্ষে চলছে ক্লাসের পরিবর্তে জমজমাট কোচিং ব্যবসা। শিক্ষকদের চাপ আর ভালো মার্কের আশায় শিক্ষার্থীরাও হয়ে পড়েছে কোচিং শিক্ষার উপর নির্ভশীল।

জেলারর সরকারি বেসরকারি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই চলছে এ ব্যবসা। ক্লাসের পরির্বতে শিক্ষকরা শ্রেণি কক্ষে কোচিং করাতে বেশী আগ্রহী আর তাদের চাপে শিক্ষার্থীরাও কোচিং করতে বাধ্য হচ্ছে। দেখার যেন কেউ নেই।

সম্প্রতি জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনি কক্ষে পাঠদানের পরিবর্তে শিক্ষকদের কোচিং করতে দেখা গেছে। যা সরকারি নিয়মনীতির পরিপন্থি কাজ।
কলেজের স্যারে কাছে প্রাইভেট বা কোচিং করলে তারা কলেজের অভ্যন্তরিন ও ব্যবহারিক পরীক্ষায় পাশ ও ভাল নম্বর দেন। আর তাদের কাছে প্রাইভেট বা কোচিং না করলে পরীক্ষা ফেল ও ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেয়া হয় বলে অনেক শিক্ষার্থী অভিযোগ করেন।

জেলা সদরের শুধু মজিদা খাতুন সরকারি কলেজ নয়। একই অবস্থা বিরাজ করছে লালমনিরহাট সরকারি কলেজ, সাপ্টীবাড়ি ডিগ্রী কলেজ, কান্তেশ্বর বর্ম্মন স্কুল এন্ড কলেজ, পাটগ্রাম সরকারি কলেজ, কালীগঞ্জ কলেজ, হাতীবান্ধা কলেজসহ কয়েকটি বেসরকারি কলেজে।

সরকারি মজিদাখাতুন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম জানান, কলেজে দুইটার পর কোচিং হয়ে থাকে। ক্লাস ফাঁকি দিয়ে বা ক্লাস বন্ধ রেখে কোচিং ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে করানো হয়কিনা তার জানা নেই।

জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক ) মোঃ আবু আশরাফ নুর জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোন অবস্থায় কোচিং ও প্রাইভেট পড়ানো যাবেনা। তবে ক্লাসের পরে অতিরিক্ত ক্লাস বা কোচিং করানো যাবে। সে ক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থী কাছে কোন টিইশন ফি নিতে পারবে না। অতিরিক্ত ক্লাস ও কোচিং করানোর জন্য সরকার ফি নিধারন করে বিধি করে দিয়েছে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here