রাজধানীর বনানী থেকে ব্রিটিশ নম্বরসহ বিএমডব্লিউ গাড়ি জব্দ

0
0

রাজধানীর বনানীর এক ব্যবসায়ীর বাড়ি থেকে কার্নেট সুবিধার অপব্যবহার করা ব্রিটিশ নম্বরধারী একটি বিলাসবহুল বিএমডব্লিউ এক্স-৫ গাড়ি জব্দ করা হয়েছে। শুল্কসহ গাড়িটির মূল্য সাড়ে ৩ কোটি টাকা। মঙ্গলবার রাতে বনানীর ২৫ নম্বর রোডের ৪৬ নম্বর ‘আকাশ প্রদীপ’ নামে বাড়ি থেকে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।কর্মকর্তা বলেন, ২০০৫ সালের মডেলের কালো রঙের গাড়িটি ৩০০০ সিসির। গাড়িটি কার্নেট সুবিধায় ২০১১ সালে বাংলাদেশে আমদানি করা হয়। কার্নেটের মেয়াদ শেষ হলেও তিনি তা জমা দেননি। এ বিষয়ে একাধিক নোটিশ দেয়া হয়েছিলো। গাড়িটি ব্যবহারকারীর নাম কভেন্ট্রি, যিনি যুক্তরাজ্যে বসবাসকারী হিসেবে গাড়িটি আমদানি করেছেন।গাড়ির বর্তমান ব্যবহারকারী মোহাম্মদ মুহসিন আলম।এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহন করা হয়েছে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশিদের জন্য প্রচলিত কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ায় গাড়িটি আটক করা হয়েছে। শুল্কসহ গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল গতকাল রাতে বনানীর একটি বাড়ির বেসমেন্ট থেকে গাড়িটি আটক করে। অদ্ভুত নম্বর প্লেট’ ব্যবহার করে গাড়িটি রাস্তায় চালানো হতো বলে অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে নজরদারির পর অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।শুল্ক গোয়েন্দা সূত্রের দাবি, গাড়িটি জব্দকালে নম্বর প্লেটে ণঋ-০৫চঠঞ লেখা ছিল। এই নম্বরটি ব্রিটিশ এবং তা পরিবর্তন না করে ঢাকায় গাড়িটি চালানো হতো। গাড়িটি কারনেট সুবিধায় ২০১১ সালে এ দেশে আনা হয়েছিল। কারনেটের মেয়াদ শেষ হলেও গাড়িটি জমা দেওয়া হয়নি। গাড়িটি বর্তমানে ব্যবহার করছেন মোহাম্মদ মুহসিন আলম।

প্রসঙ্গত, কারনেট সুবিধার আওতায় বিদেশিরা এ দেশে নিজের ব্যবহারের জন্য গাড়ি নিয়ে আসতে পারবেন। এ দেশ থেকে চলে যাওয়ার সময় গাড়িটি তাঁকে নিয়ে যেতে হবে। তবে এ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনেকে গাড়িটি এ দেশের কারও কাছে বিক্রি করে চলে যান। এতে শুল্ক ফাঁকি দেওয়া হয়।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here