পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অবদান বিশাল। এই শিল্পে শ্রমিকের অধিকার, কর্মস্থলের নিরাপত্তা, মানোন্নয়নসহ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে শেপিং এ নিউ ওয়াটার ইকোনমি শীর্ষক এক কর্মশালায় প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।

ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী অ্যান্ড্রু স্টিয়ারের সঞ্চালনায় এই কর্মশালায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদানকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেন।সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৈরি পোশাক খাতে মূল বেতন ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ব্র্যান্ড এবং রিটেইলারদের সুপারিশের ভিত্তিতে ৩ হাজার ৭৮০টি কারখানার সবগুলোর সমীক্ষা শেষ হয়েছে। আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে কারখানাগুলো বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড ও রিটেইলারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি কারখানায় পেশাগত নিরাপত্তা কমিটি রয়েছে, যেখানে শ্রমিক ও কর্মচারীরা একসঙ্গে কাজ করছেন।বর্তমানে তৈরি পোশাক খাতে ৪৫ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং তাঁদের ৮০ শতাংশই নারী। মোট রপ্তানির ৮৩ শতাংশই এই শিল্প খাতের জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এই শিল্পকে পরিবেশবান্ধব করার চেষ্টা করছি। বর্তমানে বাংলাদেশের ৩৮টি কারখানার এলইইডি সনদপত্র রয়েছে। বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৭টি রয়েছে বাংলাদেশে। এ খাতে আন্তর্জাতিক মান অনুযায়ী দূষিত পানি শতভাগ শোধন এবং পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সাল থেকে বাংলাদেশ সরকার ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপ’ (ডব্লিউআরজি)-এর সঙ্গে কাজ করছে।

এ ক্ষেত্রে দূষিত পানি পরিশোধনে বড় অঙ্কের অর্থের ব্যবস্থা করা, আর্থিক ও অর্থবহির্ভূত প্রণোদনা দেওয়া, সমগ্র বাংলাদেশে পানির ব্যবহারের লক্ষ্যে মূল্যায়ন পদ্ধতি চালু করা, পানিসম্পদ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নত করা, পানি শাসনের জন্য বেসরকারি খাত ও সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করাÑএ পাঁচটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।পানিসম্পদ সংকট বৃদ্ধির প্রেক্ষাপটে ২০০৮ সালে ২০৩০ ওয়াটার রিসোর্স গ্র“প গঠন করা হয়। এর সদস্যদের মধ্যে রয়েছেÑম্যাককিনসে অ্যান্ড কোম্পানি, ওয়ার্ল্ড ব্যাংক গ্র“প এবং ব্যবসায়িক অংশীদারদের একটি কনসোর্টিয়াম: দ্য ব্যারিল্লা গ্র“প, কোকা-কোলা কোম্পানি, নেসলে এসএ, নিউ হল্যান্ড এগ্রিকালচার, এসএবি মিলার পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং সিনজেন্টা এজি।

বক্তব্যে দেশের শিল্পায়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সব শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় এ ফ্লুয়েন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ বাধ্যতামূলক করা হয়েছে। বড় বড় গৃহনির্মাণ কোম্পানিকে বর্জ্য শোধনের জন্য যেকোনো শিল্প স্থাপনের সময় ইটিপি নির্মাণের নির্দেশ প্রদান করা হয়েছে।সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবার জন্য নিরাপদ পানি এবং পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার উদ্ভাবনী শক্তির সন্নিবেশ ঘটিয়ে খরা ও লবণাক্ততাসহিষ্ণু জাতের খাদ্যশস্য আবাদের উদ্যোগ নিয়ে দেশের সার্বিক ফসল উৎপাদন বৃদ্ধি করেছে। দেশে এমন জাতের সবজির চাষ হচ্ছে, যা উৎপাদনে পানির প্রয়োজন কম পড়ে।

এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের কার্যকারিতা এখনো শেষ হয়ে যায়নি’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, সার্কের কাযকারিতা এখনো শেষ হয়ে যায়নি বলে আমি মনে করি। এখনো যথেষ্ট কাজ করার সুযোগ আছে।মঙ্গলবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের ডাভোস কংগ্রেস সেন্টারে ৪৭তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ‘হারনেসিং রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশনে মতবিনিময়ে শেখ হাসিনা এ কথা বলেন।শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ, ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও সার্কভুক্ত বিভিন্ন দেশের জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সেশনে প্রশ্নোত্তরে অংশ নেন।

দক্ষিণ এশিয়াকে এক সূত্রে গাঁথার লক্ষ্য নিয়ে ১৯৮৫ সালে গঠিত জোট সার্ক কাঙ্খিত লক্ষ্য পূরণের পথে বারবারই দিশা হারিয়েছে। গত বছর নভেম্বরে পাকিস্তানে নির্ধারিত ১৯তম সার্ক সম্মেলন চার দেশের বর্জনের কারণে বাতিল হয়ে গেলে সার্কের সাফল্য-ব্যর্থতার আলোচনা নতুন করে শুরু হয়।কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জের ধরে ভারত ইসলামাবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দেয়। পরে আফগানিস্তান, ভুটান ও বাংলাদেশও সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানালে সম্মেলনই স্থগিত হয়ে যায়।পরে ভারতের পত্রিকা হিন্দুকে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, ভারত সার্ক শীর্ষ সম্মেলন থেকে সরে গিয়েছিল উরি হামলার কারণে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কারণটি ভিন্ন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাদের বিচার ও সাজা কার্যকরের প্রক্রিয়া নিয়ে পাকিস্তান সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সে কারণেই বাংলাদেশ ওই সম্মেলনে যায়নি।ইন্টারেক্টিভ সেশনে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার প্রধান শত্র“ দারিদ্র্য। দারিদ্র্য কীভাবে মোচন করা যায় সেটাই প্রধান লক্ষ্য হওয়া উচিৎ।

এ অঞ্চলের মানুষের কল্যাণ ও তাদের ভাগ্েযান্নয়নে ব্যবসা-বাণিজ্য ও কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বিসিআইএম, বিবিআইএন, বিমসটেক-এর মত আঞ্চলিক ফোরামগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর জোর দেন তিনি।বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীদের কানেকটিভিটি বাড়াতে সাম্প্রতিক বিভিন্ন উদ্েযাগ এবং সাফটাকে শক্তিশালী করার কথা প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন এবং সার্ক স্যাটেলাইট উত্তেক্ষেপণের পরিকল্পনার কথা জানান।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী অ্যাকশন প্ল্যান তৈরি ও তা বাস্তবায়ন এবং ক্লাইমেট রেজিলিয়েন্স ট্রাস্ট ফান্ড গঠনসহ বাংলাদেশ সরকারের বিভিণœ পদক্ষেপের কথা তুলে ধরেন।তিনি বলেন, কারও জন্য অপেক্ষা না করে আমরা নিজেরাই বাস্তবায়ন শুরু করেছি।কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের পরিবেশের ক্ষতি করবে কি না-এ প্রশ্ন করেন অনুষ্ঠানে সঞ্চালক।

উত্তরে শেখ হাসিনা বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হতে হলে বাংলাদেশকে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। আর সেজন্যই বাংলাদেশ কয়লাভিত্তিক বিদ্যুতে যাচ্ছে।পারমাণবিক ও নবায়নযোগ্য জ¦ালানিসহ বিভিন্ন উৎস থেকে আমরা বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিচ্ছি। কিন্তু কয়লার ব্যবহার বাড়াতে হবে।তবে দূষণ সর্বনিম্ন মাত্রায় রাখতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে আমরা উন্নত প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছি।পাকিস্তানের সুশীল সমাজের এক প্রতিনিধি বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ তুললে প্রধানমন্ত্রী বলেন, একাত্তরে তারা হত্যা, ধর্ষণসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাদের বিচার হচ্ছে। প্রধানমন্ত্রীকে প্রবাসীদের শুভেচ্ছা: প্রথম বাংলাদেশি নির্বাচিত নেতা হিসেবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে সুইজারল্যান্ড সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশীরা।মঙ্গলবার প্রধানমন্ত্রীর আবাসস্থল সিলভ্রেত্তা পার্ক হোটেলে জড়ো হয়ে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় তারা প্রধানমন্ত্রীর প্রশংসা ও শুভ কামনায় বিভিন্ন স্লোগান দেন।প্রধানমন্ত্রীকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আমন্ত্রণ জানানোয় প্রবাসীরা এ সংস্থার নির্বাহী চেয়ারম্যানকেও ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here