আপিল খারিজ: প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই কাদের সিদ্দিকীর

0
0

টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

নির্বাচন কমিশনের আইনজীবী ইয়াসিন খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা দলের প্রার্থী হন কাদের সিদ্দিকী। তিনি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলেও তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তই চূড়ান্ত থাকে। নির্বাচন কমিশনের ওই বাতিল আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন কাদের সিদ্দিকী। গত বছরের ৪ ফেব্র“য়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর আপিল খারিজ করেন। এর বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন। এর শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের বিরুদ্ধে করা কাদের সিদ্দিকীর আপিলও খারিজ করে দেন। এতে তাঁর প্রার্থী হওয়ার আর কোনো সুযোগ থাকল না।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে কাদের সিদ্দিকীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও নির্বাচন কমিশনের পক্ষে ইয়াসিন খান শুনানি করেন।

দশম সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্য করে সমালোচনার মধ্যে তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয়। শেষ পর্যন্ত ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।এরপর নির্বাচন কমিশন (ইসি) টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে অন্য দলের পাশাপাশি কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।এর বিরুদ্ধে ইসিতে আপিল করলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বাতিলের চূড়ান্ত রায় দেয়।এরপর নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। গত বছরের ৪ ফেব্রুয়ারি হাই কোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই বৈধতা দিলে তার নির্বাচনে লড়ার চেষ্টা ব্যর্থ হয়ে যায়।নির্বাচন করতে না পারলেও হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন কাদের সিদ্দিকী। গতবছর ১৫ মার্চ আপিল বিভাগ তাকে আপিলের অনুমতি দেয়। কিন্তু তার সেই চেষ্টাও টিকল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here