৭ খুনের রায়ের কপি ৭ দিনের মধ্যে হাইকোর্টে: আইনমন্ত্রী

0
0

আগামী ৭ দিনের মধ্যে রায়ের কপি হাইকোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছেÑ উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রায়ে জনগণ খুশিÑ আদালত স্বাধীনভাবে এ রায় দিয়েছে।তিনি আরো বলেন, আসামিদের কে কোনো পদ বা বাহিনীর তা বিবেচ্য বিষয় ছিল না। আপরাধের ভিন্নতা এখানে বিবেচ্য বিষয় ছিল না। অপরাধের ভিন্নতা ও নৃশংসতার জন্য এ সাজা প্রাপ্ত ছিল।আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যেই অপরাধ করুক, তার সুষ্ঠু বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। এখানে রাষ্ট্র সেই দায়িত্বই পালন করেছে।এ সময় আইনমন্ত্রী বলেন, তিনি একজন আইনজীবী হিসেবে যতটুকু জানেন, তা হলোÑযদি হত্যাকা- প্রমাণিত হয়, তাহলে ফাঁসিই হলো প্রথম শাস্তি। সে ক্ষেত্রে অপরাধের নৃশংসতা ও ভিন্নতা বিচার করে ফাঁসি দিয়েছেন বিচারক। তিনি মনে করেন, এই রায়ে জনগণ সন্তুষ্ট হবে এবং রায় নিয়ে যে ভীতির সৃষ্টি হয়েছিল তা দূর হবে।

এখন এই মামলার পরবর্তী ধাপ কী হবেÑএ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলার নথি সাত দিনের মধ্যে হাইকোর্টে যাবে।এ সময় নাগরিকত্ব আইনের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের সুবিধা সুরক্ষা করে নাগরিকত্ব আইন করা হবে।নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন।এর আগে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন হত্যায় মামলা প্রধান আসামি নূর হোসেন, র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানাসহ ২৬ আসামিকে সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত ফাঁসির আদেশ দেয়।আর বাকি ৯ জনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

সাত খুনের ২টি মামলার অন্য আসামিরা হলেন : র‌্যাব সদস্য উপপরিদর্শক (এসআই) পুর্ণেন্দু বালা, সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান ও আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক ও নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন ও বাবুল হাসান, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, বেলাল হোসেন, ল্যান্স করপোরাল রুহুল আমিন, সিপাহি আবু তৈয়ব, নুরুজ্জামান ও আসাদুজ্জামান নূর এবং নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।পলাতক রয়েছেন : নূর হোসেনের সহযোগী সেলিম ও শাহজাহান, সানাউল্লাহ সানা, জামাল উদ্দিন, র‌্যাবের করপোরাল লতিফুর রহমান, সৈনিক মহিউদ্দিন মুন্সি, আল আমিন শরিফ, আব্দুল আলী, তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান। নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, র‌্যাবের বিপথগামী সদস্যরাই সাত খুনের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তা রায়ের মাধ্যমে প্রমাণিত হলো। একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধিকে খুন করতে একটি বাহিনীর কয়েকজন সদস্যের সহায়তা নিয়েছেন। আর্থিক প্রয়োজনে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা। তিনি এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে।রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জনই র‌্যাবের সাবেক সদস্য।২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ। পরদিন মেলে আরেকটি লাশ। নিহত অন্যরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here