দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর অধিকার এবং নিরাপত্তার বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীর তানোরে অনুষ্ঠিত একটি মানববন্ধন কর্মসূচীতে অংশ নেওয়া বক্তারা বলেছেন, সংখ্যালঘুর অস্তিত্ব মানে গণতন্ত্রের অস্তিত্ব, রাষ্ট্রের অস্তিত্ব। এই বৈচিত্র্যের সংস্কৃতি যদি হারিয়ে যায়, তাহলে বাংলাদেশ পাকিস্তান, আফগানিস্তান অথবা মধ্যপ্রচ্যের দেশগুলোর চেহারায় আবির্ভূত হবে। গতকাল সোমবার দুপুরে বেসরকারী সংস্থা ব্রতী আইনি সেবা প্রকল্প কর্তৃক আয়োজিত “জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ চাই” এই শিরোনামে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে সদরের থানা মোড়ে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, দেশের ঐতিহ্য ধরে রাখতে ও সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন অটুট রাখতে হলে প্রথমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শেকড়ের টানে শেকড়কে ধরে রাখাই হবে সবার মূল চ্যালেঞ্জ। ব্রতীর রিজিওনাল এন্ড লিগ্যাল এডভোকেসি কোঅর্ডিনেটর এ্যাডভোকেট আশিক ইকবালের সভাপতিত্বে কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলার সরনজাই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘আমাদের দেশ অসাম্প্রদায়িক সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে। এ অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এভাবে বার বার হামলা মেনে নেওয়া যায় না।
ব্রতী আইনী সেবা প্রকল্পের তানোর শাখার অফিসার পলাশ সরকারের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন, তানোসপরির সভাপতি অসিম কুমার সরকার, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন, বারসিক সংস্থার গবেষক শহিদুল ইসলাম শহিদ, অমৃত কুমার প্রমূখ। অনুষ্ঠানে ‘মানবিধার সুরক্ষায় আইনের কার্যকর বাস্তবায়ন চাই’, ‘সংখ্যালঘু গোষ্ঠী ও সম্প্রদায়ের অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে’ ও “ONE NATION, ONE BLOOD” সহ প্রভৃতি স্লোগান সম্মলিত প্ল্যাকাড ও ব্যানার নিয়ে উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ ও বিচার প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক যুবক-যুবতী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত সকলে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় রাষ্ট্রের ইতিবাচক ভূমিকা, আইনের কার্যকর বাস্তবায়ন, সুশীল সমাজ ও নাগরিক সংগঠনগুলোর এগিয়ে আসার বিষয়ে একাত্ততা পোষণ করার পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্রতীর কার্যক্রমের সাথে উপস্থিত নেতৃবৃন্দ, সেবাদানকারী প্রতিষ্ঠান, সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ সংহতি প্রকাশ করে।#
মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি