কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ: সর্বনি¤œ তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস

0
208

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত দুদিন ধরে শীতের তীব্রতা একটু কম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরীয় হীমেল হাওয়ায় বাড়ছে ঠান্ডার তীব্রতা। কুড়িগ্রামে আজকের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থা বিরাজ করছে বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত। উত্তরীয় হীমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরে বেশী ঠান্ডা অনুভুত হওয়ায় সেখানকার মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও দিনমজুর শ্রেনীর মানুষ।

কুড়িগ্রাম সদর উপজেলার চর ভেলাকোপার বৃদ্ধা বছিরন বেওয়া জানান, বাবা এমন ঠান্ডা জীবনেও দেখি নাই। সন্ধার পর হাত-পা বের করা যায় না। আমরা গরীব মানুষ কাপড় নাই। খুব কষ্ট করে আছি বাবা। একটা কম্বল দিলে ভালো হইল হয় বাবা।ঠান্ডার প্রভাবে বেড়েছে ডায়রিয়া, সর্দ্দি, কাশি ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। শিশু ও বৃদ্ধরা শীতজনীত রোগে আক্রন্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ ছাড়াও আউটডোরে প্রতিদিন গড়ে দেড়শ থেকে দুইশ রোগী চিকিৎসাসেবা নিচ্ছে।কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহিনুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ২১৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৯ জন শিশু চিকিৎসা নিচ্ছে। সদর হাসপাতালের ডাক্তার সংকট থাকায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি। জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, শীত কাতর মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৩ হাজার কম্বল বিতরন করা হয়েছে।কুড়িগ্রাম আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ নজরুল ইসলাম জানায়, কুড়িগ্রামের সর্বনি¤œ তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস ও বাতাসের আদ্রতা সকাল ৬টায় ৯৮শতাংশ রেকর্ড করা হয়েছে।

এদিকে,কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরে খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়য়েছে।গত বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত চিলমারী ও উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে তাজ নিটিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মাওলানা আলহাজ্ব মোঃ মোজাম্মেলুল হকের তত্ত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফকিরেরহাট মফিজিয়া সিনিয়র মাদরাসা, অষ্টমীরচর ইউনিয়নের মাইঝবাড়ী, খামার বাঁশপাতারী, ডাটিয়ার চর, চর মুদাফৎকালিকাপুর, উলিপুর উপজেলার পুরাতন অনন্তপুর, হাতিয়া, বজরা ও হাতিয়ায় ২ হাজার ৭‘শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাপ্তাহিক যুগের খবর সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, কাঁচকোল খামার সখিনা মাদ্রাসার সুপার মাওলানা এ,এস,এম আইয়ুব আলী, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল আজিজ আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।অপরদিকে রুপালী ব্যাংক ঐক্য পরিষদের পক্ষ থেকে রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ নাজমুল হকের উদ্যোগে উপজেলার বজরাতবকপুর এলাকায় ১‘শ ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগ নেতা মোঃ জয়নুল আবেদীন, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here