সাকিব আল হাসানের প্রথম ডাবল ও অধিনায়ক মুশফিকুর রহিমের চতুর্থ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে রেকর্ডময় দিন কাটালো সফরকারী বাংলাদেশ। সেই সাথে সাকিবের ২১৭ ও মুশফিকুরের ১৫৯ রানের কল্যাণে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রানের বড় সংগ্রহও পেলো টাইগাররা।বৃষ্টির কারনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন খেলা হয়েছিলো মাত্র ৪০ দশমিক ২ওভার। তামিম ইকবালের ৫০ বলে ৫৬ ও মোমিনুল হকের অপরাজিত ৬৪ রানে ৩ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।দ্বিতীয় দিনের ১৯তম বলেই মোমিনুলকে তুলে নেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। আগের স্কোরটাই বজায় রাখেন মোমিনুল। এতে মনে হচ্ছিলো, আজ রান তুলতে বেশ কাঠ-খড়ই পোড়াতে হবে বাংলাদেশকে। কিন্তু সকল শংকাকে ব্যাট দিয়ে উড়িয়ে দিয়েছেন ৫ রান নিয়ে দিন শুরু করা সাকিব ও অধিনায়ক মুশফিকুর।উইকেটের সাথে দ্রুত মানিয়ে নিয়ে টেস্টে মেজাজে ব্যাট চালিয়েছেন সাকিব-মুশফিকুর জুটি। এতে জুটিতে ১শ, ২শ এমনকি ৩শ রানও চলে আসে। এরমধ্যে সাকিব টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। থেমে থাকেননি মুশফিকুরও। স্বাদ নিয়েছেন চতুর্থ সেঞ্চুরির। সেঞ্চুরির পরও থেমে থাকেননি সাকিব-মুশফিকুরের ব্যাট। নিউজিল্যান্ড বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন দক্ষ টেস্ট খেলোয়াড়ের মতই। এতে দলের সংগ্রহ যেভাবে বেড়েছে, তেমনি নিজেদের স্কোরটাও শক্তপোক্ত করেছেন। ফলে বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ও টেস্ট ফরম্যাটে নিজের প্রথম ডাবল-সেঞ্চুরি তুলে নেন সাকিব।
সাকিবের ডাবল-সেঞ্চুরির উদযাপন সামনা-সামনি দেখে পরের ওভারেই বিদায় নেন মুশফিকুর। ২৩টি চার ও ১টি ছক্কায় ২৬০ বলে ১৫৯ রান করেন মুশি। তার পতনে সাকিবের সাথে গড়ে উঠা ৪৯৪ বলে ৩৫৯ রানের জুটিও ভেঙ্গে যায়। যেকোন উইকেটে বাংলাদেশের হয়ে এটি সর্বোচ্চ জুটি। আর বিশ্বের মধ্যে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটির ক্ষেত্রে এটি জায়গা করে নেয় রেকর্ড বইয়ের চতুর্থস্থানে। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোন উইকেটে বাংলাদেশের হয়ে এবং বিশ্বের মধ্যে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটিও হয়ে যায় সাকিব-মুশফিকুরের সম্বনয়ের রান।ডাবল-সেঞ্চুরির পর নিজের ইনিংসটাকে বড় করার চেষ্টায় ছিলেন সাকিব। এর মাঝে তামিমকে টপকে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়েন সাকিব। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিমের ২০৬ রান টপকে শেষ পর্যন্ত ২১৭-তে থেমে যান সাকিব। তার ২৭৬ বলের ইনিংসে ৩১টি বাউন্ডারি মারেন সাকিব।সাকিবের বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ। শুন্য হাতে দিনের শেষ বলে আউট হন মিরাজ। তবে অন্যপ্রান্তে ১০ রানে অপরাজিত আছেন সাব্বির রহমান। এতে ৭ উইকেটে ৫৪২ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। আর বিদেশের মাটিতে দ্বিতীয় দলীয় সংগ্রহ দাড় করালো বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে নিল ওয়াগনার ৩টি, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ২টি করে উইকেট নেন।