জঙ্গিবাদ ও মাদক বর্তমানে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: আইজিপি

0
0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক বিপিএম বলেছেন, জঙ্গিবাদ ও মাদক বর্তমানে এ দু’টি বিষয় বাংলাদেশের চ্যালেঞ্জ। তাই মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।শুক্রবার দুপুর ১২টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা গ্রামের লাকার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী গ্রাম দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, গ্রাম দিবস একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যা সচরাচর দেখা যায় না। আমাদের অনেক গ্রামীণ সংস্কৃতি বর্তমানে হারিয়ে যাচ্ছে। তাই সেগুলো পুনরুজ্জীবিত করতে গ্রাম দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া বাংলাদেশের প্রায় সব শহরবাসী মানুষের শেকর হলো গ্রাম। তাই শহরের মানুষদের গ্রামমুখী করে গ্রামীণ উন্নয়নে উৎসাহিত করতে হবে।

লাকার্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শামসুর রহমান (শাহজাদা), জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবিএম বদরুদ্দোজা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল আহমেদ, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুন মীর প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন-লাকার্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম রফিকুল ইসলাম, সাংগঠনিক পরিচালক আবেদুর রহমান সিকদার, সহ সভাপতি আব্দুর রহমান সিকদার, নিরিক্ষণ কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মারুফ, সংগঠক মহিবুল সাজ্জাদ রোমান, আসাদুর রহমান সিকদার প্রমুখ। এ সময় আইজিপি এ.কে.এম. শহীদুল হক লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন গৃহহীনকে সেমি পাকা ঘর নির্মাণ ও ১০ জন বেকার অসহায়কে জীবিকা নির্বাহের জন্য একটি করে গাভীর স্টিকার হাতে তুলে দেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here