আইফোনের আদলে মার্কিন অস্ত্র

0
288

আইফোনের আদলে অস্ত্র তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেসব অস্ত্র আগামী সপ্তাহে বাজারে আসার কথা রয়েছে। মার্কিন অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান ‘আইডিয়াল কনসিল’-এর নির্মিত ৯ এমএম ডাবল ব্যারলের এই পিস্তলটি দেখতে হুবহু আইফোনের মতো। আর এসব মোবাইল-বন্দুক নিয়ে উদ্বিগ্ন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপীয় দেশগুলো। সহজে লুকোনো যায় তাই জঙ্গি-সন্ত্রাসীরা এটি ব্যবহার করতে পারে বলে মনে করছে ইউরোপীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা।

‘আইডিয়াল কনসিল’ সূত্রের বরাতে ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকার খবরে বলা হয়েছে, বাজারে আসার আগেই অস্ত্রটির ১২০০০ পিচের আগাম বুকিং হয়ে গেছে। অস্ত্রটির দাম ৩৩০ পাউন্ড, যা আইফোন-৭ এর দামের চেয়েও কম। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত মিনোসোটা রাজ্যে অবস্থিত এই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানটি নিজেদের ফেসবুক পেজে বলেছে, এটি শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি করা হবে।

তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাচারকারীদের বদৌলতে এটি ইউরোপেও ছড়িয়ে পরবে। স্মার্টফোনের বহুল ব্যবহারে, এই বন্দুকটির উপর কারো সহজে নজর পড়বে না। আর এই সুবিধাটাই কাজে লাগাতে পারে জঙ্গিরা। এই অস্ত্রটি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বেলজিয়ামের পুলিশ ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে।সম্প্রতি ইউরোপে আইএসের একাধিক হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এই মোবাইল-অস্ত্রটি জঙ্গিদের হাতে গেলে হামলা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here