লালমনিরহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন ধরে বেড়েছে ঠান্ডার তীব্রতা। রাতভর বৃষ্টির মত কুয়াশা পড়ছে। সকাল গড়িয়ে একেবারে মধ্য দুপুরেও মিলছে না সূর্যের দেখা।
শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে ডাইরিয়া ও শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আজ বিকাল ৪টা পর্যন্ত সদর হাসপাতালের নিউমোনিয়া ও ডাইরিয়া ওয়ার্ডে ৩৪জন ভর্তি ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে ২৯জন শিশু।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আজমল হক জানান, ঠান্ডার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে চিকিৎসক সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
এদিকে তীব্র শীতে কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছে জেলার ০৫ উপজেলায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। প্রচন্ড ঠান্ডায় মাঠে যেতে পারছেন না শ্রমজীবীরা। ঠান্ডার কারণে স্কুলগামী শিক্ষার্থী ও শিশুরা পড়েছে চরম বিপাকে। জেলার নদ-নদী তীরবর্তী এলাকার চর ও দ্বীপ চরে বেশি ঠান্ডা অনুভূত হওয়ায় এখানকার মানুষজন খুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবাদি পশু-পাখির। শীতার্তদের জন্য জেলা প্রশাসন থেকে প্রায় ৫হাজার কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই অসহায় চরাঞ্চলের শীতার্থদের মাঝে মোটা কাপড় বা বস্ত্র বিতরনে বেসরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওদের এগিয়ে আসার আহবান জানাচ্ছে সুধীজন।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি